Skip to content
Default screen resolution  Wide screen resolution  Increase font size  Decrease font size  Default font size 
অবস্থান:    প্রথম পাতা arrow জীয়ন সংবাদ arrow চাষ করুন নেপিয়ার ঘাস
চাষ করুন নেপিয়ার ঘাস মুদ্রণ ইমেল

এখন বর্ষা মৌসুম। এ সময় দেশের নিম্নভূমিগুলো পানিতে তলিয়ে যায়। এসব অঞ্চলের গরু-মহিষের জন্য ঘাস তো দূরে কথা, কয়েক মুঠো খড় জোটানোও কঠিন। এ সময় অভাবের তাড়নায় অনেকে গরু-মহিষ কম দামে বিক্রি করে দেয়। অনেকের গরু, মহিষ, ছাগল-ভেড়া খাদ্যাভাবে শুকিয়ে যায়। বর্ষা মৌসুমে বাড়ির পাশের জমিতে ধান উৎপাদন করা সম্ভব হয় না। অতিরিক্ত বৃষ্টির কারণে পতিত জমিতে পানি ও আগাছা বেশি হয়ে থাকে। এসব জমিতে গাছের ছায়া পড়ে ফসল উৎপাদন ব্যাহত হয়। তাই এরকম লাখ লাখ একর পতিত জমি সারাবছরই খালি পড়ে থাকে। একটু সচেতন হলেই মানুষ এ জমিগুলো কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করতে পারে। বর্ষা মৌসুমসহ সারাবছরই এ জমিগুলোতে নেপিয়ার জাতীয় ঘাস চাষ করে গো-সম্পদের প্রসার ঘটাতে পারে। নেপিয়ার ঘাস ভিটামিনসমৃদ্ধ ও পরিত্যক্ত জায়গায় ভালো জন্মে। লম্বায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। দুই সপ্তাহ অন্তর ঘাস কাটা যায়। নেপিয়ার ঘাস চাষ খুব সহজ, চাষের ব্যয়ও কম। গরু, মহিষ, ছাগল ও ভেড়া এ ঘাস খুব পছন্দ করে। তাই এরা সহজেই বেড়ে ওঠে। এ ঘাস চাষ করে দেশে পশুসম্পদের ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব। মানুষ পশুপালন করে আত্দনির্ভরশীল হতে পারবে। বিদেশে গোসম্পদ ও চামড়াজাত পণ্য রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।

তথ্য সূত্র: দৈনিক যুগান্তর

 
< আগে   পরে >
      
bnr.png