Skip to content
Default screen resolution  Wide screen resolution  Increase font size  Decrease font size  Default font size 
অবস্থান:    প্রথম পাতা arrow জীয়ন সংবাদ arrow মণি: ভ্রাম্যমান তথ্যকর্মী
মণি: ভ্রাম্যমান তথ্যকর্মী মুদ্রণ ইমেল

ডি.নেটের পলীতথ্য কর্মসুচীর অধীনে সবচেয়ে প্রসারিত তথ্য প্রযুক্তি মোবাইল ফোনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী তথ্য ও জ্ঞানভান্ডারে প্রবেশাধিকারের গবেষণা সফল হয়েছে৷

একজন মহিলা তথ্য কর্মী মোবাইল ফোন সঙ্গে নিয়ে সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি যান৷ সেখানে কোন গ্রামবাসীর জীবন-জীবিকার কোন সমস্যা থাকলে, সে ব্যাপারে বিশেষজ্ঞ পরামর্শ নেয়ার জন্য মহিলা তথ্য কর্মী মোবাইল ফোনের মাধ্যমে সংশিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন৷

নীলফামারীর সালমা, মংলার নয়ন এখন গ্রামবাসীর বিশেষ করে মহিলা ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কাছের মানুষ, যার মাধ্যমে যে কোন সমস্যায় পড়লে পরামর্শ করা যায়৷ এই মহিলা তথ্য কর্মীর প্রতীকী নাম 'মণি'৷ মণি সিরিজের অধীনে ইতিমধ্যে জমি নিবন্ধীকরণ ও মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক সচল চিত্র তৈরী করেছে। মণি সিরিজ সম্পর্কে দর্শক, গবেষক ও মাঠকর্মীবৃন্দের অভিমত সাদরে গ্রহণ করা হবে৷ যোগাযোগ: আশরাফ আবির, এমসিসি, ০১৭১৬৪৮৪৮৪২, এই ইমেল ঠিকানাটি স্প্যাম হিসেবে আটকানো যাবে না। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট চালু করুন।

 

নমুনা: জমি রেজিস্ট্রেশন

 
< আগে   পরে >
      
bnr.png